সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ১০ ১৪৩০
|| ০৯ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২
জাতীয় ও আঞ্চলিক সংস্কৃতি যেন বিকশিত হয় সেদিকে নজর দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় সংস্কৃতির বিকাশে প্রতিটি উপজেলায় সরকারি উদ্যোগে একটি করে সংস্কৃতিকেন্দ্র গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বুধবার সকালে রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয় আটটি জেলায় নতুন শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আটটি জেলায় নতুন শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জেলাগুলো হচ্ছে কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। ভবন উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিলো। এছাড়াও বাংলার প্রধান সাংস্কৃতিক আয়োজন পয়লা বৈশাখ উদযাপনের সময় করোনা ভাইরাসের বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশীয় সংস্কৃতির চর্চায় গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। প্রতিশ্রুতি দেন সংস্কৃতির বিকাশে সরকারি প্রচেষ্টা অব্যাহত রাখার। বাংলার-বাঙালীর প্রধান সাংস্কৃতিক উতসব পয়লা বৈশাখ উদযাপনের সময় করোনা ভাইরাসের বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়