ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে হবে : হাসিনা
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথম দিন দলটি এক হাজার ৬৪টি ফরম বিক্রি করেছে। নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ফরম বিক্রি থেকে এক দিনে পাঁচ কোটি ৩২ লাখ টাকা আয় হয়েছে।
গতকাল শনিবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নির্বাচন বানচাল চেষ্টার পরিণতি ভালো হবে না। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে হবে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের গাড়িতে করে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।
পরে সেখান থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে শেখ হাসিনা গণভবনে ফেরেন সরকারি গাড়িতে করে। মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয় উৎসবের কেন্দ্রে।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল ঢাকা বিভাগ থেকে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ১৯৮ জন, সিলেট বিভাগ থেকে ৫৫ জন, রাজশাহী বিভাগ থেকে ১৬৯ জন, খুলনা বিভাগ থেকে ১২৫ জন, বরিশাল বিভাগ থেকে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ১০৫ জন এবং রংপুর বিভাগ থেকে ১০৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
প্রথম দিন ১৪ জন অনলাইনে মনোনয়ন ফরম কিনেছেন।
গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান এবং সাধারণ সম্পাদক বি এম সাহাব উদ্দিন আজম উপস্থিত ছিলেন।
দুপুরে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং উপদপ্তর সম্পাদক সায়েম খানের হাত থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বঙ্গবন্ধু এভিনিউয়ে দলে দলে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।
অফিস ভবনের মূল ফটকে ছিল নেতাকর্মীর দীর্ঘ সারি ও জটলা। মনোনয়ন যাঁরা নিতে এসেছেন মাইকে সবাইকে সুশৃঙ্খলভাবে প্রবেশ করার জন্য বলা হচ্ছে। কার্যালয়ের ভিড় মূল সড়কে এসে পৌঁছে। কিছু সময় গুলিস্তান থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কে বাস ও বড় গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।
মনোনয়ন ফরম বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে আটটি বিভাগের জন্য ১০টি বুথ স্থাপন করা হয়েছে। দলীয় প্রার্থীরা আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
আগ্রহীরা দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত নির্দিষ্ট বুথ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের মনোনয়ন ফরম দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে বিতরণ করা হচ্ছে এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীদের অফিসের তৃতীয় তলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনকালে তিনি বলেন, ‘আমরা চাই জনগণের ভোটাধিকার অব্যাহত থাকুক এবং ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হতে পারে।’
নির্বাচন বানচালের জন্য যারা অগ্নিসংযোগ করেছে তাদের প্রতিহত করতে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি। সুতরাং, যারা সন্ত্রাসবাদের মাধ্যমে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে বানচালের চেষ্টা করছে তাদের সম্পর্কে জনগণকে সচেতন থাকতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘যেসব রাজনৈতিক দলের জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস নেই এবং রাজনৈতিক দল হিসেবে সুসংগঠিত নয়, তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন বানচাল একটি দেশের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে। অগ্নিসন্ত্রাসের মাধ্যমে জীবন ও সম্পত্তি ধ্বংস করা কোন ধরনের রাজনীতি?’
২০০৯ সাল থেকে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের এই ধারাবাহিকতার কারণে অভূতপূর্ব আর্থ-সামাজিক অগ্রগতি এবং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন সম্ভব হয়েছে। যারা অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যার মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে তাদের প্রতিহত করার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি তাঁর আহবান পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি দেশের জনগণকে তাদের প্রতিহত করার জন্য অনুরোধ করব।’
বিএনএফের মনোনয়ন ফরম নিলেন ১৩ জন
এদিকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। গতকাল প্রথম দিনে ১৪টি সংসদীয় আসনে দলটির ১৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী শনিবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। প্রথম দিন ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ২৬ হাজার টাকা।
দুপুর ১২টায় তোপখানা রোডে বিএনএফের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনএফ। ঢাকা-১৭ ও চট্টগ্রাম-৮ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে এর উদ্বোধন করেন দলটির সভাপতি এস এম আবুল কালাম আজাদ।

- বান্দরবানে সহকারী শিক্ষক ও ৪র্থ শ্রেনী কর্মচারী নিয়োগপত্র হস্তান্তর
- লামায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ
- যে কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন
- ছেলেরা মেয়েদের থেকে পিছিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
- সিলেটের হরিপুরে মিলছে নতুন গ্যাস
- সোনাগাজীতে সৌরবিদ্যুৎকেন্দ্র করবে চীনা কনসোর্টিয়াম
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা চূড়ান্ত
- তফসিল রিশিডিউল করা যেতে পারে ভোট পেছাবে না
- ব্যয়ের উৎস না জানালে ৭ বছর জেল
- বান্দরবান সেনা রিজিয়নের শিক্ষা সামগ্রী বিতরণ
- আলীকদমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
- থানচি উপজেলায় খ্রীষ্টরাজের মহাপর্ব উদযাপন
- থানচি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
- রুমায় আওয়ামীলীগের নির্বাচনী পরিচালনা কমিটির আলোচনা সভা
- বীর বাহাদুর উশৈসিং এম পি কে মনোনয়ন দেয়ায় আলীকদমে আনন্দ মিছিল
- বীর বাহাদুর উশৈসিং কে একক প্রার্থী ঘোষনা করায় আনন্দ মিছিল
- নৌকার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজ বসছেন শেখ হাসিনা
- চার মাসে কৃষিঋণ বিতরণ ১২ হাজার কোটি টাকা
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ
- ঋণখেলাপিদের প্রার্থিতা ঠেকাতে নানা পদক্ষেপ
- অবাধ নিরপেক্ষতার প্রতিশ্রুতি নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ
- টেকনাফে পাচারকালে শিশুসহ ৫৮ রোহিঙ্গা উদ্ধার, আটক ৪ দালাল
- কৃষিতে নীরব বিপ্লব
- নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ গুরুত্ব পাচ্ছে
- অপরাধ দমনে মাঠে থাকবেন ৬৫৩ বিচারিক হাকিম
- বান্দরবানে ৫০লিটার চোলাই মদসহ আটক ১ জন
- বান্দরবান উজানীপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
- লামায় পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার
- বান্দরবানে রোয়াংছড়ির ক্যাপলং ও পাইক্ষ্যং পাড়ায় সেনা রিজিয়ন ও জেলা পরিষদের মানবিক সহায়তা প্রদান
- নাইক্ষ্যংছড়ি মিয়ানমারের ১৩ রোহিঙ্গা যুবক আটকের পর ক্যাম্পে হস্তান্তর
- খসড়া প্রকাশ: সর্বনিম্ন সাড়ে ১২ হাজার; সর্বোচ্চ ১৪,৭৫০ টাকা পাবেন পোশাক শ্রমিকরা
- আনন্দের জোয়ার বইলো পাইক্ষ্যং পাড়ায় ফেরা ৬৩ বম পরিবারের
- নাইক্ষ্যংছড়ি মিয়ানমারের ১৩ রোহিঙ্গা যুবক আটকের পর ক্যাম্পে হস্তান্তর
- আলীকদমে বিজিবি`র শীতবস্ত্র বিতরণ
- তিনমাস বর্ষাবাসের পর পাহাড়ের প্রাণের উৎসব "ওয়াগ্যোয়াই পোয়ে"
- রুমা সেনা জোনের সাথে ও পাড়াবাসীর মত বিনিময় সভা
- শিক্ষার্থীদের মাঝে বান্দরবান সেনা জোনের শিক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত
- রুমা উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
- বান্দরবানে কেএনএফ এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির স্বশরীরে প্রথম বৈঠক
- বান্দরবানে রেইচা থলী পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব
- পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দিবস উদযাপন সমন্বয় সভা অনুষ্ঠিত
- বান্দরবানে ৫০লিটার চোলাই মদসহ আটক ১ জন
- অবরোধের প্রথম দিনে বান্দরবানে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
- পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে ,সময়ে এক ফোড়ঁ অসময়ে দশ ফোড়ঁ
- আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই
- বান্দরবানে রোয়াংছড়ির ক্যাপলং ও পাইক্ষ্যং পাড়ায় সেনা রিজিয়ন ও জেলা পরিষদের মানবিক সহায়তা প্রদান
- প্রাথমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলেন আরও ৬৮ শিক্ষক
- বান্দরবানে কুহালং ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন
- বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত এক
- বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উদযাপন
