বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ৬ ১৪৩০
|| ০৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩
বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস -২০২৩।দিবসটি উপলক্ষে শুক্রবার ৮ই সেপ্টেম্বর সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে র্যালী অনুষ্ঠিত হয়,র্যালীটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।র্যালী পরবর্তী জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার সুইটি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক জনাব শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, বান্দরবান সিভিল সার্জন ডা: মোহাম্মদ মাহবুবুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), নার্গিস সুলতানা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আব্দুল মান্নান।এদিকে জেলার প্রত্যেকটি উপজেলায় দিবসটি পালন উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়