বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ৬ ১৪৩০
|| ০৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩
বান্দরবানের আলীকদম ব্যাটাঃ (৫৭ বিজিবি) ও আলীকদম থানার যৌথ অভিযানে অবৈধভাবে পাচারের সময় ১৪ টি বার্মিজ মহিষ আটক করা হয়েছে।
শুক্রবার ৮ সেপ্টেম্বর রাত ১০.৩০ এর দিকে আলীকদম উপজেলায় বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের আলীর গুহা নামক স্থান থেকে মায়ানমার হতে অবৈধভাবে পাচার হয়ে আসা ১৪ টি বার্মিজ মহিষ মালিক বিহীন অবস্থায় আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত মহিষ গুলো আলীকদম ব্যাটাঃ (৫৭ বিজিবি) সদরে নিয়ে আসা হয়েছে এবং কার্যক্রম শেষে আটককৃত মহিষ গুলো কাস্টমস এর মাধ্যমে নিলাম দেওয়া হবে বলে বিজিবি সূত্রে জানা যায়। উল্লেখ্য যে, আটককৃত ১৪ টি মহিষের সিজার মূল্য ৮৫০০০০/= ( আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা)।
আটককৃত মহিষ গুলো আলীকদম উপজেলার সীমান্ত পিলার ৫৬-৫৭ এলাকা হয়ে কুরুকপাতা ইউপির ৮নং ওয়ার্ড খেদারঝিরি হয়ে আলীকদম হয়ে লামা হয়ে চকরিয়া পাচার হওয়ার পথে বিজিবি ও পুলিশ কর্তৃক যৌথ অভিযানে আটক করা হয়েছে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়