বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ৬ ১৪৩০
|| ০৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩
বান্দরবান জেলাধীন লামা উপজেলায় অবৈধভাবে বসতবাড়ী দখল ও প্রাণনাশের হুমকি প্রধানের অভিযোগ উঠেছে।
বুধবার ১৩ সেপ্টেম্বর সকালে ঘটনা সুত্রে ও ঘটনার ভুক্তভোগী পরিবারের মাধ্যমে জানা যায় লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ ওয়ার্ডের মধ্যম হায়দারনাশী এলাকার এক দুবাই প্রবাসীর ৪০ শতাংশ বসতবাড়ী জায়গা অবৈধভাবে দখল ও তার স্ত্রী পরিবার কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী মোছাঃ রেবেকা আক্তার(৩৪) জানান বিরোধ কৃত ৪০ শতাংশ জায়গা গত ২৫ বছর যাবৎ দুবাই প্রবাসী মোঃ মামুন মিয়া তার ক্রয় সূত্রে ভোগদখল করছেন এবং তাদের কাছে প্রয়োজনীয় ডকুমেন্টস ও রয়েছেন।
কিন্তূ গত ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে একই এলাকার তাদের নিকটতম প্রতিবেশী মোঃ শরীফ উদ্দিন ঐ ৪০শতাংশ জায়গার আনুমানিক ২০ শতাংশ জায়গায় রাতের আঁধারে কিছু ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তারকাটা বেড়া দেওয়া সহ একটি কুড়েঘর নির্মাণ করেন।
এবং ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।উক্ত ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি অনেক টা নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন বলে জানা যায়।তবে এই ব্যাপারে ভুক্তভোগী পরিবার আইনি সহায়তা পেতে লামা থানায় সাধারণ ডায়েরি করে।
ইতিপূর্বেও স্থায়ীভাবে সমস্যা নিরসনের লক্ষ্যে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে উভয়ের মধ্যে একটি সমাধান স্থিত করার চেষ্টা করলেও তা খুব একটা ফলপ্রসূ হয়নি বলে স্থানীয় ইউপি সদস্য কর্তৃক জানা যায়।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়