বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ৬ ১৪৩০
|| ০৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩
রোয়াংছড়ি উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সকালে সরকারি উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন উপলক্ষে রোয়াংছড়ি উপজেলায় যান বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন । পরবর্তীতে রোয়াংছড়ি উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগন যেন সরকারের দেওয়া যেকোনো ধরনের সহায়তা সঠিকভাবে গ্রহণ করে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নিশ্চিত হওয়ার ব্যপারে নির্দেশনা প্রদান করেন। এছাড়া উপজেলায় বন্ধ থাকা দেবতাখুম পর্যটন কেন্দ্রটি আঞ্চলিক সশস্ত্র দলের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় খুলে দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।
পরিশেষে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ১৪ জন পরিবারের মাঝে মুড়ি চিরা, পেয়াজ আলু চিনি ইত্যাদি বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ খোরশেদ আলম চৌধুরী, সহকারী কমিশনার ভূমি, নাজুন লায়েন, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, মোঃ আব্দুল মান্নান, রোয়াংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আনোয়ার হোসেন সহ উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়