বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ৬ ১৪৩০
|| ০৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩
২ এপিবিএন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায়, বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় ১৮ই সেপ্টেম্বর সকাল সাতটায় বিশেষ অভিযান চলাকালে ইন্টেলিজেন্স টিমের গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন, সুয়ালক ইউপির ১নং ওয়ার্ডের মাঝের পাড়া বাজার হতে মোঃ লিটন (৩০), মোঃ রানা (২১), মংসাই (৩৫), নামে তিন জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে ২ এপিবিএন এর সদস্যরা।
এসময় তাদের হেফাজত হতে একটি মিনি পিকআপ সহ ৫৭২ (পাচঁশত বাহাত্তর) লিটার দেশীয় তৈরি চোলাই মদ যার মূল্য অনুমান ২,২৯,০৪৮/- (দুই লক্ষ উনত্রিশ হাজার আটচল্লিশ) টাকা উদ্ধার করা হয়।
২ এপিবিএন এর প্রেস সুত্রে জানানো হয় আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় - ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(গ)৩৮/৪০ ধারায় মামলা রুজু করা হয়।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়