মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||
অগ্রহায়ণ ১৩ ১৪৩০
|| ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে বান্দরবান থেকে দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রয়েছে।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে বান্দরবান থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার ও ঢাকার উদ্দেশ্য কোনো বাস স্টেশন থেকে ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে সকল টিকেট কাউন্টারগুলোও।
বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে থ্রিহুইলারে করে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাচ্ছেন।জেলা সদর জুড়ে অবরোধ ঢাকা বিএনপি নেতা- কর্মীদের পিকেটিং বা উপস্থিতি দেখা না গেলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাপক পুলিশ মোতায়ন রয়েছে।
কেরানীহাট থেকে বান্দরবানে আসা লেদু মিয়া জানান, বান্দরবান আসতে সকাল সাড়ে ৬টায় কেরানীহাট পৌঁছান তিনি। বাস চলাচল বন্ধ থাকায় থ্রিহুইলারে করে ভেঙে ভেঙে দ্বিগুন ভাড়া দিয়ে তাকে বান্দরবান পৌঁছতে হয়েছে।
হাইস গাড়ির চালক সামসুল ইসলাম জানান, আজ লামায় যাওয়ার একটি ভাড়া হয়েছিল। কিন্তু এই অবরোধে গাড়ির ক্ষতি হওয়ার শঙ্কায় ভাড়াটি বাতিল করেছেন।সেন্টমার্টিন পরিবহনের চালক মঞ্জুর জানান, অবরোধের কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাতে ঢাকার উদ্দেশ্যে গাড়ি যাবে।
বান্দরবান-রাঙ্গামাটি বাস কাউন্টারের লাইন ম্যানেজার মো.পারভেজ জানান, অবরোধ ও যাত্রীদের উপস্থিতি কম থাকার কারণে সকাল থেকে কোনো বাস স্টেশন ছেড়ে যায়নি। তবে শহরে সিএনজি, ইজিবাইক ও জিপ গাড়ি চলাচল করছে। অন্যদিনের তুলনায় গাড়ির সংখ্যা কম।
বান্দরবান-কেরানীহাট, চট্টগ্রাম চেয়ার কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝুন্টু জানান, অবরোধের কারণে সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাতে সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়ার পরিকল্পনা আছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, পুলিশ সতর্ক অবস্থানে আছে এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়