মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||
অগ্রহায়ণ ১৩ ১৪৩০
|| ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩
বান্দরবানের রুমা উপজেলায় বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৩ই নভেম্বর সকালে রুমা উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কার্যনির্বাহী সদস্য, গাব্রিয়েল ত্রিপুরা এর সভাপতিত্বে রুমা উপজেলায় আংশিক বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা চেয়ারম্যান, উহ্লাচিং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সৈয়দ মাহবুবুল হক,ভাইস চেয়ারম্যান, থাংখাম লিয়ান বম,মহিলা ভাইস-চেয়ারম্যান,নুম্রাউ মারমা।এছাড়াও উপস্থিত ছিলেন রুমা উপজেলায় আংশিক বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে রুমা উপজেলার দুইটি ইউনিয়ন(১নং পাইন্দু এবং ২ নং রুমা সদর)এর ২১৫ টি পরিবারের মাঝে ৬০০০ টাকা করে ১২ লক্ষ ২৯ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়