শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ১৮ ১৪৩১
|| ২৯ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৬ জুন ২০২৪
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আহসান নীলাকে রামগড় পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ই জুন সকাল ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে ফুল দিয়ে বরণ করে নেন পৌর মেয়র রফিকুল আলম কামাল ও ওয়ার্ড কাউন্সিলরগন।
পৌর মেয়র রফিকুল আলম কামাল এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ১নং রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহ আলম মজুমদার,
পৌর মেয়র ও কাউন্সিলরগনের সংবর্ধনা জবাবে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি সর্বাত্মক সহযোগিতা দিয়ে বিপুল ভোটে তাকে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করায় পৌর মেয়র ও কাউন্সিলর গণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি সকলকে নিয়ে রামগড় উপজেলা উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করে রামগড় কে এগিয়ে নিতে সকলের সহযোগী কামনা করেন । এ সময় আওয়ামীলগের সিনিয়র নেতৃবৃন্দ, পৌর ওয়ার্ড় কাউন্সিলরগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়