সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||
ভাদ্র ২৪ ১৪৩১
|| ০৪ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটের পরাজয়ে বিপদেই পড়ে গেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের সুপার ফোরে ওঠা তাদের জন্য এখন বেজায় কঠিন। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে যাবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শর্ত হলো- পরবর্তী ম্যাচটা অবশ্যই জিততে হবে এবং আরও কিছু শর্ত পূরণ করেই জিততে হবে।
গ্রুপ পর্বের দ্বিতীয় তথা শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। আগামী শনিবার পাকিস্তানের লাহোরে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার পাল্লেকেলেতে বিধ্বস্ত হওয়ার পরদিন অর্থাৎ শুক্রবার পাকিস্তানের বিমানে উঠবেন সাকিবরা। ভ্রমণক্লান্তিকে সঙ্গী করে শনিবারই নামতে হবে আফগানদের বিপক্ষে।
যারা পাকিস্তানের প্রতিবেশী এবং সেখানকার কন্ডিশনের সঙ্গে খুবই পরিচিত। বাংলাদেশের বিপক্ষে আফগানদের আরেকটা প্লাস পয়েন্ট হলো, তারা সম্প্রতি বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে তাক লাগিয়ে দিয়েছে! অথচ, দেশের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশ প্রায় অজেয়।
এবার এশিয়া কাপে আফগানদের শুধু হারালেই হবে না, রানরেট বাড়াতে বড় ব্যবধানে হারাতে হবে। আজ প্রথম ম্যাচে মাত্র ৩৯ ওভারে হেরে গিয়ে ইতোমধ্যেই রানরেটের বারোটা বাজিয়েছে টাইগাররা।
তার ওপর লিটন দাসের জ্বর হওয়ায় আজ টপ অর্ডারের চারজনই ছিলেন বাঁহাতি! আফগানদের বিপক্ষেও লিটনকে পাওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশের ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠতে বাধ্য। আজ শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় সারির বোলিং লাইনআপ নিয়ে খেলেছে। তাদের সামনেও দাঁড়াতে পারেনি টাইগাররা। অন্যদিকে পূর্ণশক্তির আফগানিস্তান তো আরও বেশি শক্তিশালী।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়