লামায় মেঘমায়া ইকো রিসোর্ট মিরিঞ্জাভ্যালি উদ্ভোধন

বান্দরবানের লামায় মেঘমায়া ইকো রিসোর্ট মিরিঞ্জাভ্যালি উদ্বোধন করা হয়েছে।
রিসোর্টটি উদ্ভোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্মসচিব সালেহা বিনতে সিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রেসিডেন্ট রাফিউজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) মো. মনিরুজ্জামান মাসুদ, পরিচালক আবু হানিফ মেঘমায়া ইকো রিসোর্ট মিরিঞ্জা এবং পরিচালক, মো ইসমাইল আমিন,গাঙচিল ট্যুরিজম।