বান্দরবান শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ০৯:০৮, ১০ এপ্রিল ২০২৫

বান্দরবান থেকে গুগলের বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্রাট

বান্দরবান থেকে গুগলের বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্রাট
বান্দরবান থেকে গুগলের বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্রাট

বিশ্বখ্যাত টেক জায়ান্ট গুগল আয়োজিত এন্যুয়াল প্রোডাক্ট সামিট তথা গুগলের বিল্ডিং ফর এভরিওয়ান সামিট, ২০২৫ এ আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশী আইটি এক্সপার্ট সম্রাট বড়ুয়া। বিশ্ব থেকে প্রায় ১০,০০০ আইটি এক্সপার্ট অংশ নিয়েছিলেন এই সামিটের আবেদন প্রক্রিয়ায়, যেখান থেকে মাত্র ৫০ জনকে সিলেক্ট করেছেন গুগলের কর্মকর্তারা; যেখানে নির্বাচিত হয়েছেন বান্দরবানের তরুণ সম্রাট বড়ুয়া। আগামী ১০ থেকে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সিলিকন ভ্যালিতে অবস্থিত গুগলের হেড কোয়ার্টারে আয়োজিত হবে গুগলের এই সামিটটি, যেখানে সম্রাটকে ফুল স্পন্সরশিপের (বিমান, হোটেল, খাবার) মাধ্যমে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে গুগল।

গুগল আয়োজিত সিলিকন ভ্যালির এই ফ্ল্যাগশিপ সামিটে থাকবে টেকবিষয়ক মাস্টারক্লাস, ওয়ার্কশপ, এংগেজিং সেশনে অংশ নেওয়াসহ বিশ্বের বাঘা বাঘা সব টেক জায়ান্টদের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ। বিশ্বের শীর্ষ প্রযুক্তিবিদ, গুগলের কর্মকর্তা, সফটওয়ার ইঞ্জিনিয়ার এবং সিলিকন ভ্যালির আইটি লিডাররা ভবিষ্যৎ প্রযুক্তির উদ্ভাবন নিয়ে এই ৫০ জনের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়াও গুগলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স জায়ান্ট জেমিনি, পিক্সেলসহ নতুন প্রোডাক্ট এবং সার্ভিসগুলোর ডেমো প্রদর্শন এবং এগুলোর ডেভেলপমেন্ট বিষয়ক সেশনেও অংশ নেবেন অংশগ্রহণকারীরা।

এরকম একটি বিশাল মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন যিনি সেই সম্রাট বড়ুয়া বর্তমানে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছেন আমেরিকার বিশ্বখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান ডেলয়েটে, যেখানে বিশ্বমানের প্রযুক্তির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে গুগল এই সামিটের জন্য যোগ্য প্রার্থী করে তুলেছে। তবে এটি শুধু সম্রাটের ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের প্রযুক্তিগত দক্ষতা ও সম্ভাবনার আন্তর্জাতিক স্বীকৃতি।

বান্দরবানের পার্বত্য অঞ্চলে বেড়ে ওঠা সম্রাট বড়ুয়ার কাছে বিশ্বায়ন এবং আধুনিক প্রযুক্তির উপলব্ধি ছিল কল্পনার মতো। কিন্তু কঠোর অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে নিজের অর্জিত সাফল্যের ধারাবাহিকতায় তিনি আজ গুগলের সেরা মেধাবীদের সাথে এবং অন্যান্য প্রযুক্তি উদ্ভাবকদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন, যারা বিশ্ব-জনগোষ্ঠীর জন্য প্রযুক্তি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ তাদের সাথে কাজ করার গৌরবময় সাফল্য অর্জন করেছেন।

দেশে থাকাকালীন তিনি গ্রামীণফোন-প্রথম আলো আয়োজিত “আই জিনিয়াস” প্রতিযোগিতার বিজয়ী, জাতীয় পর্যায়ের একজন সফল বিতার্কিক, এবং এটিএন বাংলার নাট্যযুদ্ধ প্রতিযোগিতায় প্রশংসিত অভিনেতা ছিলেন।

সম্রাট বলেন, ‘এই অর্জন শুধু আমার জন্য নয়, বরং বাংলাদেশের জেন-জি এবং মিলেনিয়ালদের জন্যেও একটি ইন্সপায়ারিং ঘটনা। কঠোর পরিশ্রম, ধৈর্য, এবং সৃজনশীলতা থাকলে যে পার্বত্য অঞ্চলের বাস্তবতা থেকেও গুগলের মতো বৈশ্বিক একটি প্রযুক্তি জায়ান্টের মঞ্চে যাওয়া যায় তা আমার সাথে না ঘটলে আমি বিশ্বাস করতাম না।’

বাংলাদেশ যখন প্রযুক্তি উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির মাঠ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ তখন সম্রাট বড়ুয়ার এই সাফল্য দেশের শিক্ষার্থী এবং পেশাদারদের জন্য একটি অনুপ্রেরণার মতো। তার এই যাত্রা বৈশ্বিক প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের ক্রমবর্ধমান সুযোগগুলোর এক উজ্জ্বল উদাহরণ।

জনপ্রিয়