বান্দরবানে অনুষ্ঠিত হলো সাংগ্রাইং লোকজ ক্রীড়া উৎসব

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় রয়েছে স্বতন্ত্র ও সমৃদ্ধ লোকজ সংস্কৃতি, আর এই লোকজ সংস্কৃতি বিশ্ব দরবারে গৌরবের আসন লাভ করেছে। আর এই জেলার সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে বান্দরবানে বাংলা বর্ষ বিদায় আর বর্ষবরণের আয়োজনকে ঘিরে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাংগ্রাইং লোকজ ক্রীড়া উৎসব।
জমকালো এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি ক্রীড়াবিদরা আর এই ধরণের আয়োজনের মাধ্যমে পার্বত্য এলাকার সংস্কৃতি ও ঐতিহ্য সকলের মাঝে ছড়িয়ে দিলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানবে বলে প্রত্যাশা আয়োজকদের।
আজ ১২এপ্রিল (শনিবার) বিকেলে বান্দরবান রাজারমাঠে উৎসব উদযাপন পরিষদের এই আয়োজনে বান্দরবানের বিভিন্ন প্রান্তের খোলোযাড়রা ছুটে আসে আর অংশগ্রহণ করে হাড়ি ভাঙ্গা,রশি টানা ও বস্তায় করে দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে। পুরুষের পাশাপাশি এই আয়োজনে অংশ নেন জেলা সদরের বিভিন্ন পাহাড়ী গ্রামের নারীরা।
বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার।
এসময় উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ সরদার, অফিসার ইনচার্জ বান্দরবান সদর থানা মোঃ মাসুদ পারভেজ, উৎসব উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিনি প্রু মারমা, বর্ডার গার্ড বাংলাদেশ এর অনারারী উপ পরিচালক (অবসারপ্রাপ্ত) ও ক্রীড়াবিদ মংসাপ্রু, উৎসব উদযাপন পরিষদের সহ-সভাপতি থুইসিং প্রু লুবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার বক্তব্য রাখতে গিয়ে এই ধরণের আয়োজন করায় উৎসব উদযাপন পরিষদের আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতেও তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এবং মোবাইল ও মাদক থেকে দুরে রাখতে নিয়মিত এই ধরণের ক্রীড়ার আয়োজনের আহবান জানান।