বান্দরবান জেলা জামায়াতে ইসলামী এর উদ্যোগে রাজার মাঠে বিশাল কর্মী ও সুধী সমাবেশ

১৯ এপ্রিল বান্দরবান সদরস্থ রাজার মাঠে বান্দরবান জেলা জামায়াতে ইসলামী এর আয়োজনে এস এম আবদুচ ছালাম আজাদ (আমীর, বান্দরবান জেলা জামায়াতে ইসলামী) এর সভাপতিত্বে বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এসময় প্রধান অতিথি হিসেবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি(সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় কমিটি) উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে মুহাম্মদ শাহজাহান (এ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় কমিটি), অধ্যাপক আহসান উল্লাহ (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী), আলহাজ্ব শাহজাহান চৌধুরী(আমীর, চট্টগ্রাম মহানগরী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য), অধ্যাপক জাফর সাদেক(অঞ্চল টিম সদস্য, চট্টগ্রাম), মাওলানা মোস্তাফিজুর রহমান(অঞ্চল টিম সদস্য, চট্টগ্রাম), অধ্যাপক নুরুল আমিন(অঞ্চল টিম সদস্য, চট্টগ্রাম), এড. মুহাম্মদ আবুল কালাম(নায়েবে আমীর, বান্দরবান জেলা জামায়াতে ইসলামী), অধ্যাপক আব্দুল আউয়াল(সেক্রেটারি, বান্দরবান জেলা জামায়াতে ইসলামী) সহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও সমর্থকগণ (৩৫০০/৪০০০) উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্য বলেন ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে ভোটারবিহীন নির্বাচন দিয়ে দেশের আইন-শৃঙ্খলা জুডিশিয়ারি সহ-সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছে এই ফ্যাসিবাদ আওয়ামী সরকার। জুলাই গণঅভ্যুত্থানে ২০০০ ছাত্রকে হত্যা করেছে এবং ৩০ হাজার লোককে আহত করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এ দেশের নিরীহ মানুষদের গুম, খুন নির্যাতন এবং হত্যাকাণ্ডের দায়ভার শেখ হাসিনা কে নিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জুডিশিয়ারি, প্রশাসন, আইন-শৃঙ্খলা, নির্বাচন ব্যবস্থা সহ ৬/৭ টি বিভাগে সংস্কার করা , নির্বাচনের আগে হাসিনা ওবায়দুল কাদের সহ ফ্যাসিবাদের বিচারের আওতায় আনা এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা কে আহ্বান জানান।
উক্ত সমাবেশে সংগঠনের চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক এমপি শাজাহান চৌধুরী তার বক্তব্য বলেন ১৯৭২ সালের শেখ মুজিব পাহাড়িদেরকে বাঙালি হবার নির্দেশ না দিতো তাহলে পাহাড়ে অশান্তি তৈরি হতো না এবং পাহাড়ি বাঙালিদের মধ্যে বৈষম্য তৈরি হতো না। পার্বত্য অঞ্চলের পাহাড়িদের সাথে জামায়াতের কোন বিরোধ নেই।
সুধী সমাবেশের শেষ পর্যায়ে প্রধান অতিথি আগামী দিনে সৎ লোকের শাসন কায়েম করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে পার্বত্য বান্দরবান জেলার নায়েবে আমির এডভোকেট আবুল কালাম আজাদকে এই আসনের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন।