বান্দরবান শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ০৯:০৬, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ০৯:০৮, ২১ এপ্রিল ২০২৫

অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী

অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী
অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী

বান্দরবানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা। ২০ এপ্রিল বিকেল ৩ টায় শহরের ট্রাফিক মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র সমাজের বিভিন্ন শিক্ষার্থীরা। 

সমাবেশে বক্তারা বলেন, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণের শিকার হয়। এ ঘটনায় বিভিন্ন মহল পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করছে। অপহরণের চারদিন পেরিয়ে গেলেও অপহৃতদের কোন হদিস পাওয়া যায় নি। 

উল্লেখ্য, গত ২৫ মার্চ থেকে ১৩ এপ্রিল রাঙ্গামাটি কাউখালীর মো. ফাহিম (২৫) পাহাড়ি এক নারীকে নিজ বাসায় আটকে রেখে অমানুষিক ও অমানবিক শারীরিক নির্যাতন করে। পরে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভুক্তভোগী কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হলে কাউখালী থানায় মামলা করেন তিনি। 

মামলার তিনদিন পার হলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন।

জনপ্রিয়