ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা ও সমাধান শীর্ষক এক কর্মশালা

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে প্রস্তুত। জাতীয় সংসদ নির্বাচনের আগেই ভোটার সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পর্যটন মোটেল মিলনায়তনে নির্বাচন কমিশন আয়োজিত ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা ও সমাধান শীর্ষক এক কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবীর, বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার প্রমুখ। এছাড়া নির্বাচন কমিশন, ইউএনডিপি ও কমিশনের ডিআরআইপির প্রকল্পের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র বাড়ানোসহ নির্বাচন ও ভোটার সংক্রান্ত যেসব সমস্যা রয়েছে তার সমাধানে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া যারা ভোটার হতে পারেনি তাদের জন্য ভ্রাম্যমাণ নিবন্ধন কার্যক্রম করা যায় কিনা সেটিরও চিন্তা ভাবনা করা হচ্ছে। এখন থেকে ১৮ বছরের পরিবর্তে ১৬ বছরে ভোটার নিবন্ধন করা যাবে। কর্মশালায় বান্দরবানের বিভিন্ন এলাকার ৭০ জন মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।