বান্দরবান সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৮:৪৬, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:৪৬, ৭ সেপ্টেম্বর ২০২৫

বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির সদ্য গঠিত কমিটি ভুয়া

বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির সদ্য গঠিত কমিটি ভুয়া
বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির সদ্য গঠিত কমিটি ভুয়া

বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির সদ্য গঠিত কমিটি ভুয়া: ভাইস চেয়ারম্যান ও সদস্যের পদত্যাগ

বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির সদ্য গঠিত কমিটি ভুয়া। গত ৩১ আগষ্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মোহাম্মদ আশরাফ আলমের স্বাক্ষরিত বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটির একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত তালিকায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান,বিএনপি নেতা মজিবুর রশিদ কে ভাইস চেয়ারম্যান ও এনসিপি'র বান্দরবান জেলা সমন্বয়ক মো: শহীদুর রহমানকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি দেখানো হয়। কমিটির উক্ত তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কমিটি নিয়ে চরম বির্তক ধুম্রজাল সৃষ্ট হয়। প্রকাশিত কমিটি নিয়ে সকলের সন্দেহ সৃষ্টি হলে বান্দরবান সচেতন মহলের প্রতিনিধিরা সত্যতা যাচাইয়ে খোঁজ খবর নিতে শুরু করে। খোঁজ নিয়ে জানা গেছে,গত ৩১ আগষ্ট কমিটির তালিকা প্রকাশ করলেও কথিত নবগঠিত কমিটি সম্পর্কে কিছুই অবগত নয় খোদ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইক ও রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিট অফিসার আশহাদুল হায়দার চৌধুরী।
 এদিকে বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক কমিটির মেয়াদ তিন মাস পুর্ন হওয়ার পর নির্বাচনের দাবীতে এবং ভুয়া কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে ভাইস চেয়ারম্যান পদ থেকে বিএনপি নেতা মজিবুর রশিদ ও বিএনপি নেত্রী উম্ম কুলসুম লীনা সদস্য পদ থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর হাতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। 
তারা রবিবার সকাল ১০ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর হাতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুুসাই বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি সম্পর্কে আমি কিছুই জানিনা। নিয়ম অনুযায়ী আমার স্বাক্ষরিত বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটির নতুন তালিকা মহাসচিবের কাছে যাবে এবং মহাসচিব এই কমিটির অনুমোদন দিবে। বিগত এডহক কমিটির মেয়াদ তিন মাস পুর্ন হওয়ার পর আগের কমিটির মেয়াদ আরো তিন মাস বাড়ানোর জন্য মহাসচিবের কাছে কমিটির তালিকা প্রেরন করা হয়েছিল। ওই তালিকার এখনো কোন অনুমোদন কপি হাতে আসেনি। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটির তালিকা নিয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিট অফিসার আশহাদুল হায়দার চৌধুরী বলেন, বিগত এডহক কমিটির মেয়াদ তিন মাস পুর্ন হওয়ার পর উক্ত কমিটির মেয়াদ আরো তিন মাস বৃদ্ধি করতে মহাসচিবের কাছে কমিটির তালিকা প্রেরন করা হয়েছিল। এখনো এই তালিকার কোন অনুমোদন কপি হাতে আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির যে তালিকা ছড়িয়ে পড়েছে সেটা আমাদের প্রস্তাবিত তালিকার সাথে মিল নেই। ঢাকা অফিস নতুন কমিটির অনুমোদন দিলে অবশ্যই আমার ইমেইলে কমিটির তালিকা পাঠাবে। এখনো পর্যন্ত ঢাকা অফিস থেকে বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির অনুমোদিত কমিটির তালিকা আমার কাছে পাঠানো হয়নি।