মোঃইব্রাহিম এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী পালন

বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাক্তার মোঃ ইব্রাহিম এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা ডায়াবেটিস সমিতির উদ্যোগে ডায়বেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডায়াবেটিস সমিতির সহ সভাপতি রাজপুত্র চহ্লাপ্রু জিমি, অধ্যাপক মোঃ ওসমান গণি, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু । সভায় ডায়াবেটিস রোগ ও প্রতিকার বিষয়ে সচেতনতা মূলক মাল্টিমিডিয়া প্র্যাজেন্টেশন উপস্থাপন করেন ডায়াবেটিক হাসপাতালের কনসালটেন্ট ডাঃ অংচালু। স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন।এই সময় তারুণ্যের উৎসব উপলক্ষে বিনামূল্যে রোগ নির্ণয় ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।