নাইক্ষ্যংছড়ি সীমান্ত : মিয়ানমারে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক

রবিবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে মিয়ানমারের আরাকান রাজ্যের মেদাই এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণে গুরুতর আহত রকি আলমকে তার স্বজনরা সীমান্ত পেরিয়ে দ্রুত বাংলাদেশের উখিয়ার কুতুপালং এলাকায় নিয়ে যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, বিস্ফোরণে আহত রোহিঙ্গাকে হাসপাতালে নিতে দেখেছি। তার অবস্থা খুবই খারাপ মনে হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন, সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ভেতরে সহিংসতা ও মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। এতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষসহ রোহিঙ্গারা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভেতরে একাধিক মাইন বিস্ফোরণে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে।