বান্দরবান মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ৫ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৬:১৫, ১৩ আগস্ট ২০২৫

৬টি ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

৬টি ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
৬টি ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান ও চিমনি গুঁড়িয়ে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বেশ কয়েকবার অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে এবং বেশ কয়েকটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রশাসনের অভিযানের পর পুনরায় সেই ইটভাটাগুলো চালু করে দেয়। তবে এবার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ফাইতং এর ৬টি অবৈধ ইটভাটা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে ও তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। 


এদিকে এই অভিযানকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় প্রশাসন ও পরিবেশকর্মীরা। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই অভিযান কঠোরভাবে পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে জানান তারা।


এবিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন জানিয়েছেন, অবৈধ ৬টি ইটভাটার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। বাকিগুলোতে হাইকোর্টের স্টে অর্ডার রয়েছে, রিট খারিজ হলে অভিযান চালানো হবে এবং অভিযান নিয়মিত চলবে, লামা উপজেলা প্রশাসন থেকে কোন ছাড় দেওয়া হবে না। অভিযানের সময় উপস্থিত ছিলেন, ইউএনও, পরিবেশ ও ফায়ার কর্মী, পুলিশ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়