বান্দরবান শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ , ২ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫১, ১৮ অক্টোবর ২০২৫

বান্দরবানে অনুষ্ঠিত হলো হিল হাফ ম্যারাথন, অংশ নিলেন ৪৯০ প্রতিযোগী

বান্দরবানে অনুষ্ঠিত হলো হিল হাফ ম্যারাথন, অংশ নিলেন ৪৯০ প্রতিযোগী

পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে হিল হাফ ম্যারাথন প্রতিযোগিতা। বান্দরবান হিল রানার্স অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাড়ে চারশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
শনিবার (১৮ অক্টোবর) দ্বিতীয়বারের মতো হাফ হিল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও বেটার রান এই তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নারী-পুরুষ, শিশু ও প্রবীণসহ মোট ৪৯০ জন দৌড়বিদ অংশ নেন। এর মধ্যে ৬৫ জন নারী দৌড়বিদ ছিলেন।
প্রতিযোগিতার সূচনা হয় সকাল ৬টায় বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠ থেকে। এরপর দৌড় চলে চিম্বুক সড়কের উঁচু-নিচু, আঁকা-বাকা পাহাড়ি পথে। শেষ হয় সকাল ১০টায়। পাহাড়ী সড়কে রোমাঞ্চকর এই ম্যারাথনে অংশ নিতে পেরে দৌড়বিদরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরে রাজার মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হুমায়ুন রশিদ, সেনা কর্মকর্তা মেজর পারভেজ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং হিল রানার্স অ্যাডভেঞ্চার ক্লাবের সভাপতি শহীদুর রহমান।
হিলস রানার আয়োজিত বান্দরবান হিল হাফ ম্যারাথন সিজন-২-এর আহ্বায়ক শহীদুল ইসলাম সোহেল বলেন, ‘বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশ-বিদেশে তুলে ধরার পাশাপাশি স্থানীয় তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এই আয়োজন ধীরে ধীরে একটি বার্ষিক উৎসবের রূপ নিচ্ছে।’
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীদের হাতে সনদও তুলে দেওয়া হয়। স্থানীয়রা মনে করছেন, প্রাকৃতিক সৌন্দর্য এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন এই প্রতিযোগিতা বান্দরবানে পর্যটন সম্ভাবনা বৃদ্ধিতেও নতুন দিগন্ত খুলবে।

জনপ্রিয়