৮ দফা বাস্তবায়নের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক বাতিল ও ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা‘র আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ৫২ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর পক্ষ থেকে উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে জানাচ্ছি যে, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ নামে যে কমিশন গঠন করা হয়েছে সেখানে পার্বত্য বাঙালিদের কোনো প্রতিনিধি নেই। কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহিত হওয়ার আইন থাকায় এই কমিশন থেকে একপেশে যেকোনো ধরনের সিদ্ধান্ত আসার আশঙ্কা রয়েছে।
এই ধরণের একপেশে সিদ্ধান্তের ফলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বৃহৎ বাঙালি জনগোষ্ঠী ভূমিহীন হয়ে যেতে পারে বলে আশংঙ্কা রয়েছে।
এসময় বক্তারা আরো বলেন, আগামী ১৯ অক্টোবর সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শাখা কার্যালয়ে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে কমিশনের সকল সদস্যকে নিয়ে এক সভা আহবান করা হয়েছে, উক্ত সভাকে কেন্দ্র করে স্থানীয় বাঙালি জনগোষ্ঠী চরমভাবে ক্ষুব্ধ।
তাই পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ঘোষিত ৮ দফা দাবি মানার আগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোনো বৈঠক করা যাবে না। অন্যথায় সভাস্থল ঘেরাও, অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)-এর সহ-সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহীমসহ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)-এর নেতা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।