বান্দরবান বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩০, ১৪ অক্টোবর ২০২৫

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বান্দরবান মানববন্ধন

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বান্দরবান মানববন্ধন

এখন টিভি চট্টগ্রাম ব্যাুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির চট্টগ্রাম ব্যাুরো রিপোর্টার জোবাইদাহ শাহাদাতসহ সারা দেশের সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিচার ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে মানববন্ধন করেন কর্মরত সাংবাদিকরা।
চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা ও চট্টগ্রাম মহানগরের খুলশী থানার ভেতরে যমুনা টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর পুলিশ কর্মকর্তার হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। 
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন,সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েই চলছে। একের পর এক হামলার ঘটনা ঘটলেও বিচার হচ্ছে না। তারা অবিলম্বে চট্টগ্রামে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিহাদ ওযমুনা টিভির চট্টগ্রাম ব্যাুরো রিপোর্টা জোবাইদাহ শাহাদাত ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরো বলেেন,অন্তর্বর্তী সরকারের সময়ে মে ২০২৫ পর্যন্ত ৬৪০ জন সাংবাদিককে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সময়ে ২০৬ জন সাংবাদিকের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটেছে। ​২৯৪টি হামলা ও হয়রানির ঘটনা ঘটেছ।
এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এন এ জাকির,সাংবাদিক ইউনিয়ন বান্দরবান জেলার সভাপতি এইচ এম সম্রাট,প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো বান্দরবান প্রতিনিধি বৌদ্ধজৌতি চাকমা,যমুনা টিভির রিপোর্টার বাটিং মার্মা,দেশ টিভির প্রতিনিধি,আবুল বশর নয়ন,এখন টিভির প্রতিনিধি রিজভী রাহাতসহ বান্দরবানের কর্মরত সাংবাদিকরা।