বান্দরবান মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৮ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫

দূর্গাপূজা উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

দূর্গাপূজা উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

শারদীয় দূর্গাৎসব উপলক্ষ্যে বান্দরবান কেন্দ্রীয় দূর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে বান্দরবান সদরের রাজার মাঠে কেন্দ্রীয় দূর্গা পূজার উৎসব মন্ডপে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় চক্ষু,দন্ত ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসারা সাধারণ রোগীদের সেবা প্রদান করেন, পাশাপাশি অসহায় রোগীদের এসময় কমিটির পক্ষ থেকে দেয়া হয় বিনামূল্যে বিভিন্ন ধরণের ওষুধ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বান্দরবান জেলা সদরের ৯টি ওয়ার্ডের বিভিন্ন দুস্থ ও অসহায় জনসাধারণ উপস্থিত হয়ে এই বিশেষজ্ঞ চিকিৎসদের চিকিৎসা সেবা গ্রহণ করেন।

 

বান্দরবান কেন্দ্রীয় দূর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু জানান, পূজা উপলক্ষ্যে এবারই প্রথমবার বান্দরবানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম করা হয়েছে আর এই ধরণের মানবিক কার্যক্রমে অসুস্থ রোগীরা কিছুটা হলেও বিনামুল্যে সেবা পাবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এমন মানবিক আয়োজনে খুশি স্থানীয় বাসিন্দারা আর আয়োজন আয়োজনকারীদের ধন্যবাদ জানায় চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।