বান্দরবান মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৮ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৭, ৮ অক্টোবর ২০২৫

কেএনএফ-এর অত্যাচারে গ্রাম ছাড়া বম পরিবার; ফিরল সেনাবাহিনীর সহায়ত

কেএনএফ-এর অত্যাচারে গ্রাম ছাড়া বম পরিবার; ফিরল সেনাবাহিনীর সহায়ত

কেএনএফ-এর নির্যাতনে পাড়াছাড়া হয়ে তিন বছরেরও বেশি সময় মিজোরামে আশ্রিত থাকার পর অবশেষে নিজ ভূমিতে ফিরে এল একটি বম পরিবার। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় থানচি উপজেলার সীমান্তবর্তী থানচি ইউনিয়নের প্রাতা পাড়ায় এই পরিবারের প্রত্যাবর্তন ঘটেছে।

জানা গেছে, ২০২২ সালের ৬ মে কেএনএফ সন্ত্রাসীদের অত্যাচার ও নিপীড়নের কারণে লাল মুন খুপ বম (৫৫) তাঁর পরিবারের ৫ সদস্যসহ পাড়া ছেড়ে মিজোরামে পালিয়ে যান।

দীর্ঘ ৩ বছর পাঁচ মাস পর, ২০২৫ সালের ১ অক্টোবর রাঙামাটি হয়ে তাঁরা বান্দরবানে ফিরে আসেন। ৬ দিন পর, সোমবার (৭ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে পরিবারটি বাকলাই পাড়া আর্মি ক্যাম্পে এসে পৌঁছায়।পরিবারটিকে সেনাবাহিনীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বাকলাই পাড়া সেনা ক্যাম্পের পক্ষ থেকে তাঁদের জন্য পরিবেশন করা হয় সুস্বাদু খাবার, পাশাপাশি দেওয়া হয় চিকিৎসা সহায়তা, শুকনো রসদ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

 

নিজ গ্রামে ফিরে এসে আবেগভরে লাল মুন খুপ বম বলেন, ২০২২ সালের মাঝামাঝি থেকে সন্ত্রাসীদের অত্যাচারে আমরা পাড়া ছাড়তে বাধ্য হয়েছিলাম। শুনেছি সেনাবাহিনীর সহায়তায় অনেকে আবার ফিরে এসেছে—তাই আমরাও সাহস নিয়ে ফিরেছি। নিজ ঘরে ফিরতে পেরে আমরা সত্যিই আনন্দিত।”

বাকলাই পাড়া সাবজোনের সাবজোন কমান্ডার, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলেন, “বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন ও পুনর্বাসনে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট ছিল, আছে এবং থাকবে। চিকিৎসা, খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা আমরা অব্যাহত রাখব।”

তিনি আরও জানান, পাড়ার শিশু-কিশোরদের স্কুলে নিয়মিত উপস্থিতি ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।