বান্দরবান বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ , ৩০ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৯, ১৫ অক্টোবর ২০২৫

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বান্দরবানে জামায়াত ইসলামী

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বান্দরবানে জামায়াত ইসলামী

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীসহ ৫দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বান্দরবান জেলা জামায়াতের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। সকাল ১০টায় বান্দরবান আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুস সালাম আজাদ,নায়েবে আমীর এ্যাডভোকেট আবুল কালাম আজাদ,সেক্রেটারী আব্দুল আওয়াল সহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ। মানববন্ধনে বন্ধনে
বক্তারা বলেন,জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতিতে হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
ফ্যাসিষ্ট সরকারের সকল জুলম-নির্যাতন,গনহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

জনপ্রিয়