বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে ৬ জন গুরুতর আহত

বান্দরবানের থানচি উপজেলায় থানচি-বঙ্কুপাড়া সড়কের ২৪ কিলো এলাকায় পুরনো বেইলি ব্রিজ ভেঙে ১৭ ইসিবির ৬ জন সিভিল শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অবসর প্রাপ্ত সার্জেন্ট সোহেল ১৭ ইসিবির নেতৃত্বে বান্দরবানের থানচি উপজেলার থানচি-বাকলাই বঙ্কুপাড়া সড়কের ২৪ কিলো এলাকায় পুরোনো বেইলি ব্রিজ ভেঙে ১৭ ইসিবিতে কর্মরত ১৫ জন সিভিল শ্রমিক কাজ করছিলেন। তার মধ্যে ৬ জন সিভিল শ্রমিক ব্রিজ ভেঙে গুরুতর আহত হয়েছেন। পুরনো বেইলি ব্রিজ ভাঙার কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে । আহতদেরকে থানচি উপজেলা হাসপাতালে চান্দের গাড়ি দিয়ে নেয়া হলো।
আহতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া থানার চকরিয়া গ্রামের মো. কামাল (২০), একই গ্রামের মো. আরাফাত (২২), নাইমন উদ্দিন (২২), মো. নুরুল (২২), মো. হারুন (২০) ও মো. গিয়াস (২২)। গুরুতর আহতরা হলেন মো. আরাফাত (২৪), মো. কামাল (৩৫), মো. হারুন (২২)।