বান্দরবান সোমবার, ২০ অক্টোবর ২০২৫ , ৪ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২, ১৯ অক্টোবর ২০২৫

৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদের সাথে বান্দরবান জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা।

 

মতবিনিময় সভা শেষে পার্বত্য চট্টগ্রাম আভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স এর বিতর্কিত ও বাঙালি সদস্য ব্যতীত একপাক্ষিক সভা বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদের দাবিসমূহের মধ্যে ওনার এখতিয়ারভুক্ত দাবিসমূহ মেনে নিয়ে অতিদ্রুত বাস্তবায়ন করবেন বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মানিত চেয়ারম্যান, কাজী মোঃ মজিবর রহমান, নাগরিক পরিষদের জেলা সেক্রেটারি নাসির উদ্দীন, সহ-সভাপতি মাওলানা আবুল কামাল আজাদ, ব্যারিস্টার ইলিয়াসুর রহমান, এড. আবু জাফর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রশিদ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, মুসলিম এ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম সওদাগর, যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক, ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ ইকবাল, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন, দপ্তরও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন, ব্যবসায়ী সংগঠনের নেতা আজিজুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হক লিটন এবং অন্যান্য সাংবাদিকসহ বিভিন্ন স্তরের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদের সাথে বান্দরবান জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা।

জনপ্রিয়