বান্দরবান মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ৫ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩২, ২০ অক্টোবর ২০২৫

বান্দরবান থেকে আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেফতার

বান্দরবান থেকে আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেফতার

বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবান থেকে এক তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রবিবার(১৯ অক্টোবর) গভীর রাতে বান্দরবান সদরের রোয়াংছড়ি বাস ষ্টেশন সংলগ্ন ঠিকাদার সেন্টু মিন্টুর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল করিম বিষয়টা নিশ্চিত করে বলেন,এই তারা জুটির বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে দায়ের করা মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। সিআইডির ঢাকার টিম বান্দরবান পুলিশের সহযোগীতায় তাদের গ্রেফতার করে।
তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান,রাতে পুলিশ ও সিআইডির  কয়েকটি গাড়ি এই বাড়িটির সামনে দেখতে পাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যরা আমাদের দুরে সরিয়ে দেয়। দুর থেকে আমরা দেখতে পাই পুলিশ ও সিআইডির  সদস্যরা এই ভবনের পঞ্চম তলা থেকে একজন পুরুষ ও একজন নারীকে গাড়িতে তুলে নিয়ে যায়। চলতি মাসের এক তারিখ থেকে এই ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট ভাড়া নেই এই তারকা জুটি।
অনুসন্ধানে জানা গেছে, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। এই তারকা জুটি বিদেশি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করার মাধ্যমে বাংলাদেশী তরুন তরুনীদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়