হারিয়ে যাওয়া টাকা ও মোবাইল উদ্ধার ভুক্তভোগীদের প্রদান

বাংলাদেশের বিভিন্ন জেলায় হারিয়ে যাওয়া মোবাইল, মোবাইল ব্যাংকিং থেকে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার পরবর্তী ভুক্তভোগীদের হাতে হস্তান্তর করেছে ২ এপিবিএন।
বৃহস্পতিবার (২৮শে আগস্ট) ২ এপিবিএন বান্দরবান কার্যালয়ে, এপিবিএন এর অধিনাক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপস্থিত থেকে ভুক্তভোগীদের মাঝে উদ্ধারকৃত মোবাইল ও টাকা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
বান্দরবান ২ এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান কর্তৃক প্রায় ১৭,০৫,৩০০ /- (সতেরো লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা সমমূল্যের ৬৬ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ/নগদে ভুলক্রমে চলে যাওয়া ৩০,০১২/- (ত্রিশ হাজার বারো) টাকা উদ্ধার করা হয়েছে।
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ কুতুব উদ্দিন এর সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন সাইবার ক্রাইম সেল কর্তৃক সামাজিক যোগাগোয মাধ্যম ফেসবুক পেজ, ই-মেইল, সরকারী হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জাতীয় জরুরী সেবা ”৯৯৯”সহ অন্যান্য মাধ্যমে ভিকটিমেদর প্রেরণকৃত মোবাইল হারানো সংক্রান্তে জিডির কপিসমূহ পর্যালোচনা করে এপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা এর এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম কর্তৃক সতেরো লক্ষ পাঁচ হাজার তিনশত টাকা সমমূল্যের সর্বমোট ৬৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিকাশ ও নগদে একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্তে ভিকটিম কর্তৃক প্রেরণকৃত জিডির প্রেক্ষিতে সর্বমোট ত্রিশ হাজার বারো টাকা উদ্ধার করে তা ভুক্তভোগীদের কাছে তুলে দেয়া হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প ইনচার্জ, সাইবার এনালাইসিস শাখার ইনচাজ, অপারেশন শাখার ইনচার্জ, ইন্টেলিজেন্স শাখার ইনচার্জসহ অন্যান্য সদস্য বৃন্দ।