রুমায় ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ক্লিনিং অভিযান পরিচালিত

বান্দরবানের রুমায় ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও মশা বাহিত রোগ দুরীকরণ শীর্ষক ক্লিনিং অভিযান পরিচালিত হয়েছে।
ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এই অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় “নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত থাকি” স্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম উদ্বোধন করেন ডা. পাপিয়া দাশ।
তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযানে স্থানীয় মানুষকে তাদের ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। এ ছাড়াও ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ সম্পর্কে তথ্য দেওয়া হয় এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
রুমা উপজেলায় ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের আওতায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানটি পরিচালনা করেছে।
অভিযানটি সার্বিক তদারকি ও পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রুমা উপজেলার সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ওমর কাইয়ুম চৌধুরী এবং বান্দরবান জেলার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মো. মোজাহিদুল হক চৌধুরী। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।
এলাকার মানুষ ব্র্যাকের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে সমাবেত হয়।