বান্দরবানে আরাকান আর্মির পোশাকে জলকেলি নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্ট

বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, যা হয় তা রাজনৈতিক কারণে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এদেশের সংখ্যালঘু সম্প্রদায় অনেক ভালো আছেন বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন।
২০ এপ্রিল রাতে রাঙামাটি সরকারি কলেজ মাঠে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ উদ্যোগে আয়োজিত জাতীয় সীরাত সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় স্থানীয়দের সঙ্গে জলকেলিতে আরাকান আর্মির পোশাক পরিহিত ভাইরাল ছবি ও ভিডিও বিষয়ে জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, এটা বাংলাদেশ সরকার ও সীমন্তরক্ষাকারী বাহিনীর বিষয়টি নলেজে আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মনিটরিং করছে, যখনি যেটা প্রয়োজন সেটা করা হবে।