বান্দরবান শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ০৮:১৩, ২৪ এপ্রিল ২০২৫

বান্দরবানের রোয়াংছড়িতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

বান্দরবানের রোয়াংছড়িতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু
বান্দরবানের রোয়াংছড়িতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর পুকুরে পড়ে গিয়ে চালক নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ ইকবাল হোসেন মিয়া(৪২)।তিনি কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়নগর মিয়াজি বাড়ি বাসিন্দা মোহাম্মদ দুলাল মিয়া'র পুত্র। চাষাবাদের জমি তে হাল দেওয়ার উদ্দেশ্য কাইন্তারমুখ পাড়া এলাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,চাষাবাদের জমি তে যাবার রাস্তা টা পাহাড়ি ঢালু পথ ও বেশ উঁচু নিচু। পাহাড় বেয়ে উঠতে গিয়ে চালক ট্রাক্টর টির নিয়ন্ত্রণ রাখতে না পারেনি।তাই গাড়ি টা বেশ কয়েকবার গড়াগড়ি খেয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে গিয়ে পরে।এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর চালক ইকবাল হোসেন মিয়া কে উদ্ধার করে রোয়াংছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ওয়াহিদ চৌধুরী তাঁকে মৃত ঘোষণা করে।

এই বিষয়ে রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছে । লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো প্রক্রিয়াধীন।

জনপ্রিয়