বান্দরবান শনিবার, ৩০ আগস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২

প্রকাশিত: ০৯:২২, ২৩ জুলাই ২০২৫

বান্দরবানে বন্ধুদের সঙ্গে বন্দুক নিয়ে মজা করতে গিয়ে গুলিতে নিহত

বান্দরবানে বন্ধুদের সঙ্গে বন্দুক নিয়ে মজা করতে গিয়ে গুলিতে নিহত
বান্দরবানে বন্ধুদের সঙ্গে বন্দুক নিয়ে মজা করতে গিয়ে গুলিতে নিহত

বান্দরবানের আলীকদমে বেড়াতে গিয়ে বন্ধুদের সঙ্গে শিকারী বন্দুক নিয়ে মজা করতে গিয়ে গুলিতে ত্বহা বিন আমিন (২২) নামে এক পর্যটক নিহত হয়েছেন। গত সোমবার দুপুরে উপজেলার কুরুক পাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম চাল্লেতলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহত ত্বহার সাথে থাকা ৪ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত ত্বহা ঢাকার ডেমরা থানার শান্তিবাগ এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবা মো. আল-আমিন। তার মৃত্যুর ঘটনায় সঙ্গে থাকা চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং ঘটনার সময় ব্যবহৃত গাদাবন্দুকটি জব্দ করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গত শনিবার ঢাকা থেকে পাঁচজন পর্যটক আলীকদম হয়ে মিয়ানমার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নের দুর্গম সিন্ধু এলাকার দৈয় পাড়ায় ঘুরতে যায় ৫ বন্ধু- ত্বহা বিন আমীন, সাইফুল, মেরাজ, নাবিল ও মিনহাজ। বেড়ানোর পরে ফেরার পথে চাল্লেতলি এলাকায় একটি জুম ঘরে পাঁচজন পর্যটকদের মধ্যে একজন শিকারি বন্দুক নিয়ে নড়াচড়া করছিল। অপর একজন মোবাইল দিয়ে ছবি তুলছিল। এ সময় দুর্ঘটনাবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে সে ঘটনাস্থলে নিহত হয়।


আলীকদম থানার এসআই শাহাদাত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দেশিয় তৈরি গাদা বন্দুকসহ গুলিবিদ্ধ অবস্থায় নিহত ত্বহা বিন আমীনকে উদ্ধার এবং তার সাথে থাকা ৪ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, ঘটনাটি নিজেদের মধ্যে হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সর্বশেষ