বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বিবিধ মানবিক সহায়তা

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বিবিধ মানবিক সহায়তা কার্যক্রম।
বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে ৩০ জুলাই ২০২৫ বুধবার এক ব্যতিক্রমধর্মী মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। পার্বত্য অঞ্চলের অসহায় ও দুস্থ জনগণের কল্যাণে পরিচালিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হয়েছেন।
এদিন গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। অসহায় নারীদের আত্মকর্মসংস্থান নিশ্চিতে দেওয়া হয় সেলাই মেশিন। দুর্গম একটি পাহাড়ি পাড়ায় বিশুদ্ধ পানির সংকট দূর করতে প্রদান করা হয় একটি সাবমার্সেবল পাম্প।
এছাড়াও, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ইয়ং স্টার ফুটবল একাডেমিকে খেলাধুলার সরঞ্জাম, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় নগদ অর্থ এবং একটি স্থানীয় মাদ্রাসার জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ ও স্টিলের আলমারি দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম পাহাড়ি জনপদে উন্নয়ন, সহমর্মিতা ও সহাবস্থানের বার্তা দেয়।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।