বান্দরবান শনিবার, ১৬ আগস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১২, ৭ আগস্ট ২০২৫

বান্দরবান থেকে ২টি রাজ ধনেশ পাখি উদ্ধার

বান্দরবান থেকে ২টি রাজ ধনেশ পাখি উদ্ধার

বান্দরবানের থানচি থেকে ২টি রাজ ধনেশ পাখি উদ্ধার করে বৃহস্পতিবার ৭ আগস্ট সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠিয়েছে বান্দরবান বন বিভাগ।


বনবিভাগের অভিযানে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি এলাকা থেকে দুটি ধনেশ পাখি উদ্ধার করা হয়েছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম পাহাড়ি অরণ্য থেকে কৌশলে ধরে আটকে রাখা বিলুপ্তপ্রায় রাজ ধনেশ প্রজাতির দুটি পাখি উদ্ধার করা হয়। পাহাড়ি সম্প্রদায়ের এক ব্যক্তি একটি বাড়িতে পাখিগুলো বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন। এ খবর পেয়ে বনবিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করেন। উদ্ধার করা রাজ ধনেশ পাখি দুটি আকারে ছোট। উদ্ধারের পর পাখিগুলো থানচি থেকে বান্দরবান বনবিভাগের কার্যালয়ে আনা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার পর বনবিভাগের তত্ত্বাবধানে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, উদ্ধারকৃত দুটি রাজ ধনেশ পাখি ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। তিনি আরও জানান, বান্দরবানে খুব দ্রুত সীমান্ত সড়ক নির্মিত হচ্ছে এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে নতুন আরও চারটি বনবিভাগ অফিস স্থাপনের কাজ শুরু করা হবে। এতে সীমান্ত এলাকার বন ও বন্যপ্রাণী অনেকটাই নিরাপদ থাকবে বলে তিনি মন্তব্য করেন।