সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব বীর বাহাদুর উ শৈ সিং ও তাঁর স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৭৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বীর বাহাদুর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪- এর ২৭(১) ধারা মোতাবেক মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এবং দন্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে গেল ফেব্রুয়ারিতে বীর বাহাদুর উ শৈ সিং, স্ত্রী মে হ্লা প্রু ও তাদের সন্তান উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
আবেদনে বলা হয়, বীর বাহাদুর উ শৈ সিংয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।