বান্দরবান রোববার, ২৩ মার্চ ২০২৫ , ৮ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ০৯:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ভালুখাইয়া রাবার বাগান এলাকায় (১১ বিজিবি) এর অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি ) বিকাল ৫ টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন অধিনস্থ ভালুখাইয়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন সদর ইউনিয়নের ভালুখাইয়া রাবার বাগান এলাকায় গমন করে।

উক্ত স্থানে তল্লাশি করে জঙ্গলের মধ্য হতে ১টি অবৈধ দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড গুলি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকৃত ১টি অস্ত্র এবং ১ রাউন্ড গুলি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর ও পলাতক আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

 

সম্পর্কিত বিষয়: