বান্দরবান রোববার, ২৩ মার্চ ২০২৫ , ৮ চৈত্র ১৪৩১

প্রকাশিত: ১০:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গ্রেপ্তার
আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য চোচু মং

অপারেশন ‘ডেভিল হান্টে’ অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য চোচু মং (৪০) মার্মাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়া এলাকা থেকে চোচু মং মার্মাকে গ্রেফতার করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, চোচুমং নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। অপরেশন ডেভিল হান্টের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হবে।