বান্দরবান বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ১১:১৬, ১১ এপ্রিল ২০২৫

বান্দরবানে মিনি চিড়িয়াখানার অসুস্থ ভাল্লুকের চিকিৎসা দিতে নির্দেশ

বান্দরবানে মিনি চিড়িয়াখানার অসুস্থ ভাল্লুকের চিকিৎসা দিতে নির্দেশ

বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে মিনি চিড়িয়াখানার অসুস্থ ভাল্লুককে চিকিৎসা দিতে স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দিয়েছেন বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এমরান এ আদেশ দেন।

আদেশে ভাল্লুকটি অসুস্থ হওয়ার পেছনে কারা দায়ী এবং কারো কোনও গাফিলতি আছে কিনা সে বিষয়ে তদন্তের দায়িত্ব দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান সদর সার্কেলকে। এ ছাড়া আগামী ৬ মে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল বান্দরবানের মেঘলা পর্যটনকেন্দ্রের মিনি চিড়িয়াখানায় একটি অসুস্থ ভাল্লুকের করুণ চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভাল্লুকটি শরীরের পেছনের অংশে গভীর ক্ষত হয়েছে। সেই সঙ্গে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কর্তৃপক্ষের অবহেলা নিয়ে ভিডিওর নিচে অসংখ্য মন্তব্য করতে থাকেন প্রাণী প্রেমীরা। এ ছাড়া এর আগে একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।

বিষয়গুলো সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলামের নজরে আসে। পরে তিনি তার আরেক সহকর্মী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এমরানের সঙ্গে বিষয়টি শেয়ার করেন। পরে স্বপ্রণোদিত হয়ে বিচারক এ এস এমরান ভাল্লুকটির অসুস্থ হওয়ার পেছনে কারা দায়ী সেটি খুঁজে বের করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান সদর সার্কেলকে দায়িত্ব দেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ