শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ১৮ ১৪৩১
|| ২৯ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সাশ্রয়ী মূল্যের ৫জি সক্ষমতার নতুন ‘আইফোন এসই’ উন্মোচন করতে যাচ্ছে চলতি বছরের মার্চেই। খবর রটেছে এসময় আসবে ‘সাশ্রয়ী দামের’ নতুন ম্যাকবুক প্রো নিয়ে। এম২ প্রসেসরের কথাও উঠে আসছে ল্যাপটপটির প্রসঙ্গে। ৮ মার্চ অ্যাপলের স্প্রিং ইভেন্টে নতুন ফোন এবং ম্যাকবুক উন্মুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্প্রিং ইভেন্টে আরও আসতে যাচ্ছে অ্যাপলের নতুন সিপিইউ সমৃদ্ধ একটি রিফ্রেশড আইপ্যাড এয়ার। এই আইপ্যাড এয়ারেরও সেলুলার ইকুইপড মডেলে থাকবে ৫জি প্রযুক্তি। আইফোন ১৩ উন্মুক্ত হওয়ার সময় থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই ধারাবাহিকতায় ব্লুমবার্গ এখন অনেকটা নিশ্চিত করেই বলছে নতুন এ আইফোনের কথা। ধারণা করা হচ্ছে, ৪.৭ ইঞ্চি স্ক্রিনের যে আইফোন এসই মডেলটি বাজারে প্রচলিত আছে, সেই একই কেসিংয়ে আরও দ্রুতগতির চিপসেট এবং আরও উন্নত ক্যামেরা যোগ করতে যাচ্ছে অ্যাপল। অবশ্য ডিজাইনে যেহেতু পরিবর্তন আসছে না, তাই সেটি দেখতে আগের মতো হবে বলেই ধরে নেওয়া যায়।
মার্চে ওই আয়োজনেই ‘সাশ্রয়ী দামের’ নতুন ম্যাকবুক প্রো উন্মোচন করবে অ্যাপল। ৯টু৫ ম্যাক জানিয়েছে, এম১ প্রো আর এম১ ম্যাক্স ম্যাকবুকের সঙ্গে নতুন ডিভাইসটির পার্থক্য শুধু দামের বেলায় থাকবে না। সম্ভবত, অন্যান্য মডেলগুলোর তুলনায় খানিকটা ‘দুর্বল’ হার্ডওয়্যার থাকবে ডিভাইসটিতে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়