সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ১০ ১৪৩০
|| ০৯ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২০ মার্চ ২০২২
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন আজ রবিবার (২০ মার্চ)। তার জন্মদিন উপলক্ষে জাতীয় পার্টি ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে জাপার পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
১৯৩০ সালের ২০ মার্চ ভারতের কোচবিহারের দিনহাটিতে জন্মগ্রহণ করেন তিনি। এবারের জন্মদিনে জাপার গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে পল্লীবন্ধু পদক প্রদান। কেক কাটা এবং মিলাদ ও দোয়া মাহফিল। সন্ধ্যা সাড়ে ৬টায় সোনারগাঁও হোটেলে পদক প্রদান করা হবে।
১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ’৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ’৭৫ সালের ২৪ আগস্ট ভারতে প্রশিক্ষণরত অবস্থায় তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। পরে তিনি সেনাপ্রধান হন। এরপর রাষ্ট্রপতি হয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়