মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||
অগ্রহায়ণ ১৩ ১৪৩০
|| ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩
বান্দরবানের রুমা উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।মঙ্গলবার ৩১শে অক্টোবর সকালে ৪৩ কোটি ৪৫লক্ষ টাকার ব্যয়ে ২৪ টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করেন বীর বাহাদুর উশৈসিং এমপি।তার মধ্যে জেলা পরিষদের ৮টি প্রকল্পের বিপরীতে ৩ কোটি ১৫ লক্ষ টাকা। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের ৮টি প্রকল্পের ৩৪ কোটি ২৫ হাজার টাকা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৮টি প্রকল্পের ৬ কোটি ৩০লক্ষ।
এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর সহ সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের অনুদান বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে রুমায় সমাজ সেবা বিভাগের সমাজ কল্যান কার্যক্রমের আওতায় দুঃস্থ ও দরিদ্র ২০০ জনের মাঝে প্রতিজনকে ২হাজার টাকা করে অনুদান প্রদান কর্মসুচি উদ্বোধন করেন। এছাড়া মন্ত্রী রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম, সহকারি পুলিশ সুপার জুনায়েদ সিদ্দিকী ও জেলা পরিষদের সদস্য জুয়েল বম,জেলা পরিষদের নির্বাহী প্রৌকশলী মোঃ জিয়ায়ুর রহমান,এলজিইডি নির্বাহী প্রৌকশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার,উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রৌকশলী আবু বিন ইয়াসির আরাফাত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়