মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||
অগ্রহায়ণ ১৩ ১৪৩০
|| ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুমের ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।এসময় বিএইচবি এবং এএসবি নামিয় ২টি ইটভাটায় ২ লক্ষ টাকা করে ৪ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া আরো ২টি ইটভাটার মালিক-কর্মচারি পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর সুত্রে।বৃহস্পতিবার ৯ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি ইটভাটায় নতুনভাবে ইট তৈরীর পক্রিয়া করছে ইট ভাটা মালিক পক্ষ এ খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও বান্দরবান পরিবেশ অধিদপ্তর যৌথ ভাবে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত সোনাইছড়ি ইউনিয়নের এ এস, বি, ইট ভাটা কে ২ লক্ষ টাকা ও ঘুমধুম ইউনিয়নের আমতলী বি এস বি ইটভাটা কে ২ লক্ষ টাকা সহ সর্বমোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করে।এসব ইট ভাটার মালিকেরা অনুমতি না নিয়ে পাহাড় কেটে ও বালু উত্তোলন করে আইন বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এছাড়া এ এফ ডি ও সাহাব উদ্দিনের ইট ভাটায় অভিযান পরিচালনা করার জন্য গেলেও তারা পালিয়ে যাওয়ায় কাউকেই ঘটনাস্থলে পাননি অভিযানিক দলটি। অভিযানের বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেন, উপজেলার বিভিন্ন স্থানে বেআইনিভাবে গড়ে উঠা প্রতিটি ইট ভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও পাহাড় কাটা ও বালু উত্তোলনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোরভাবে আইনি পদক্ষেপও গ্রহন করবেন বলে ও জানান।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর,বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফকর উদ্দিন চৌধুরী বলেন সরকারি আইন অমান্য করে যারাই ইটভাটা পরিচালনা করবে পর্যায়ক্রমে সকল ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।অভিযানে আরো উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক শাহ আলম সহ আনসার সদস্যবৃন্দ।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়