শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ১৮ ১৪৩১
|| ২৯ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২ জুলাই ২০২৪
বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদীতে নৌকা ডুবির ঘটনায় শান্তি রানি ত্রিপুরা(১০) এবং ফুলবাণী ত্রিপুরা(০৯) নামে রুনাদন প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে।সোমবার (১লা জুলাই) সকাল ৯.৩০ এর দিকে উপজেলার পদ্মমুখ, চিংড়ি ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই স্কুল ছাত্রী একই এলাকার থানচির তিন্দু ইউপির ৫ নং ওয়ার্ডের হরিশ চন্দ্র পাড়ার বাসিন্দা।স্থানীয়রা জানান স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবির ঘটনা ঘটে নৌকায় ৮ জন যাত্রীর মধ্যে ৬ জন সাতার কেটে পাড়ে পৌঁছাতে পারলেও স্রোতের পানিতে ২ স্কুল শিক্ষার্থী তলিয়ে নিখোঁজ হয় বলে জানা যায়।
দুর্ঘটনার বিষয়ে তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নৌকা ডুবির ঘটনায় সন্ধ্যা অবদি নিখোঁজ দুই স্কুলের ছাত্রীর কোন খোঁজ মিলেনি।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়