রোববার ০১ অক্টোবর ২০২৩ ||
আশ্বিন ১৬ ১৪৩০
|| ১৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২১ জুন ২০২২
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যাকবলিত সুনামগঞ্জ জেলার পাঁচটি ও সিলেট জেলার ছয়টি উপজেলায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি’র সরাইল রিজিয়ন। পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণ।
জানা গেছে, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলামের দিকনির্দেশনা এ ত্রাণ বিতরণ করা হচ্ছে। একইসঙ্গে চলছে উদ্ধার কাজ।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি), সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি), সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং সিলেট সেক্টর সদর দপ্তর দুর্যোগগ্রস্ত এলাকাবাসীকে উদ্ধার ও সীমিত পরিসরে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গতকাল রোববার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় জৈন্তাপুর উপজেলার ডিবির হাওড় বিওপি এলাকায় বন্যার্তদের মধ্যে আনুমানিক ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এই ধারা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়