বান্দরবান রোববার, ২৩ মার্চ ২০২৫ , ৮ চৈত্র ১৪৩১

প্রকাশিত: ১৪:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী লেম্বুছড়ি বিওপির দায়িত্বরত সীমান্ত পিলার ৪৯-৫০ এর মধ্যবর্তী শূণ্য লাইন এর মিয়ানমারের অভ্যন্তরে আরকান আর্মির কতৃক দখলকৃত আমতলী ক্যম্প এলাকায় আরকান আর্মির কতৃক পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন। আহত ব্যক্তি সিরাজুল ইসলাম(৩৩) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন কচ্ছপিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি সীমান্ত পিলার ৪৯/৫০ এর মধ্যবর্তী এলাকা শূণ্য লাইন (নোম্যান্সল্যান্ডের) দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চোরাই গরু আনতে গেলে স্থল মাইন বিস্ফোরণে আহত হন সিরাজুল ইসলাম। বিস্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশে ক্ষতবিক্ষত হয় বলে সূত্রে জানা যায়। আহত আনোয়ার গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের একটি হাসপাতালে দিকে নিয়ে যাওয়া হচ্ছে।