বান্দরবান বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ০৮:২৩, ১০ এপ্রিল ২০২৫

বান্দরবানের লামায় অপহৃত ৮ শ্রমিক উদ্ধার

বান্দরবানের লামায় অপহৃত ৮ শ্রমিক উদ্ধার
বান্দরবানের লামায় অপহৃত ৮ শ্রমিক উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার দুর্গম সরই ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে অপহৃত আট শ্রমিককে যৌথ বাহিনীর অভিযানের মুখে ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন শ্রমিকদের মুক্তির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে সরই ইউনিয়নের লেমুপালং মুখ এলাকায় অপহৃতদেরকে ছেড়ে দেয় অপহরণকারীরা। উদ্ধার ব্যক্তিরা হলেন- মো. এহসান,জমির হোসেন, ইসমাইল হোসেন, রশিদুল্লাহ, শহিদুল্লাহ, আমিন সরকার, ইমরান হোসেন, নবী হোসেন।

লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, গত মঙ্গলবার ভোর তিনটার দিকে লামা উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকার আট চাষীকে অস্ত্রের মুখে খামার ঘর থেকে তুলে নিয়ে যায় দুর্বত্তরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অপহৃতদের উদ্ধারে ওই এলাকায় অভিযানে নামে। টানা অভিযানের ফলে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। উদ্ধার ব্যক্তিরা বর্তমানে সুস্থ আছেন। 
অপহৃতদের কাছ থেকে কোন মুক্তিপণ নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এই বিষয়ে কেউ আমাদের কোন অভিযোগ দেয়নি আর উদ্ধার শ্রমিকরা এখন সেনাবাহিনীর দায়িত্বে সরই লুলাইং ক্যাম্পে রয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি অপহরণের দুইদিন পর সন্ত্রাসীদের কাছে মুক্তিপণের বিনিময়ে মুক্ত হয়েছিল লামা উপজেলার বিভিন্ন রবার বাগানের ২৬ জন শ্রমিক।

সর্বশেষ